পেট-সিটি পরীক্ষাটি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সম্পন্ন হবে। পরীক্ষার মানসম্পন্ন ফলাফল অনেকাংশেই নির্ভর করবে রোগীর যথাযথ প্রস্তুতির উপর। তাই পেট-সিটি টেস্টের আগে প্রস্তুতি সংক্রান্ত নির্দেশাবলী মনযোগ সহকারে পড়ুন। PET CT Scan Preparation Given Bellow.
পেট-সিটি (PET-CT) পরীক্ষার আগে করণীয়?
তিন দিন পূর্ব হতে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত দীর্ঘ ভ্রমন এবং পরিশ্রমের কাজ যেমন-
- দৌড়ানো
- সিঁড়িতে ওঠা-নামা
- সাঁতার কাটা
- সাইকেল চালানো
- সহবাস ইত্যাদি করবেন না
পরীক্ষার পূর্বের দিন/পূর্ববর্তী চব্বিশ ঘন্টা হতে
- পূর্ণ বিশ্রামে থাকবেন
- চিনি/ মিষ্টি জাতীয় খাবার, পানীয় বা ফল/ ফলের রস, পান জর্দা, ধুমপান নিষেধ
- শর্করা সমৃদ্ধ খাদ্য অত্যন্ত কম পরিমানে গ্রহন করবেন। যেমন: ভাত প্রতিবেলায় এক কাপ অথবা আটার রুটি প্রতিবেলায় এক পিস
- সবজি খেয়ে পেট ভরাতে পারবেন। তবে আলু, বাঁধাকপি ও শাক খেতে পারবেন না
- আমিষ সমৃদ্ধ খাদ্য খেয়ে পেট ভরাতে পারবেন। যেমন: ডিম, মাছ, মাংশ দুই থেকে চার পিস (কিডনীর রোগীরা ব্যাতীত)
- যথেষ্ট পরিমান (দুই থেকে আড়াই লিটার) পানি পান করবেন (কিডনীর রোগীরা ব্যাতীত)
- কোষ্ঠকাঠিন্য দূর করতে Tab. DURALAX দুপুরে দুইটি (০০২০০) অথবা Cap. LUBILAX 24 mcg সকালে একটি তারপর প্রয়োজনে
রাতে একটি (১০০০১) সেবন করা যাবে - রাতের খাবার ১০ টা থেকে ১২ টার মধ্যে খেয়ে নিবেন তারপর পানি ছাড়া আর কিছুই খাওয়া যাবে না
পরীক্ষার দিন সকাল হতে (PET CT Scan Preparation)
- ঘুম থেকে ওঠার পর প্রতি ঘণ্টায় ১-২ গ্লাস করে পানি পান করবেন (কিডনীর রোগীরা ব্যাতীত)
- নাশতা করা যাবে না (ডায়াবেটিসের রোগীরা ব্যাতীত)
- পোষাকঃ ঢিলেঢালা আরামদায়ক সুতির পোষাক। সাথে করে চাদর/শাল/কার্ডিগান/মোজা অবশ্যই আনবেন। পোষাকে কোন ধাতব চেইন, হুক, বকলেস, বেল্ট, বোতাম থাকতে পারবে না। কোন প্রকার অলংকার, তাবিজ ইত্যাদি পরিধান করবেন না
- রোগীর যদি colostomy করা থাকে তবে, একটি পরিষ্কার ব্যাগ ও ব্যাগ পরিবর্তনে সাহায্য করতে পারে এমন ব্যাক্তি সাথে আনবেন
গর্ভবতী অবস্থায় পেট সিটি পরীক্ষাটি করা যাবে না। মহিলা রোগীদের যদি এক মাস অথবা তার বেশী সময় মাসিক স্রাব বন্ধ থাকে তবে অবশ্যই চিকিৎসককে অবহিত করুন। |
ডায়াবেটিক রোগীদের ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে ডায়াবেটিক ডায়েট ও ঔষধ সমূহ (বডি/ইনসুলিন) পূর্বের নির্দেশমতো যথাযথভাবে গ্রহন করবেন। তবে পরীক্ষার পূর্বে নিম্নোক্ত নির্দেশাবলী মেনে আসতে হবেঃ
- পরীক্ষার দিন সকাল ৬টায় ডায়াবেটিসের বড়ি বা ইনসুলিন গ্রহন করবেন
- ইনসুলিন নিলে বা ডায়াবেটিসের বড়ি খেলে সকাল ৬:১৫ তে হালকা নাশতা করবেন
- সকাল ৬:৩০ টার পর আর কোন খাবার খাওয়া যাবেনা, শুধু পানি পান করতে পারবেন
পেট-সিটি (PET-CT) পরীক্ষা কি ভাবে করা হয়?
পেট-সিটি পরীক্ষাটির জন্য আপনার হাতে ক্যানুলা করে ইজেকশন দেয়া হবে। তারপর আপনাকে এক ঘন্টা চোখ বন্ধ করে আরামদায়ক ভাবে বসে বা শুয়ে থাকতে হবে।
এসময় কথা বলাও নিষেধ। বিশ্রামশেষে, আপনি প্রথমে প্রস্রাব করবেন এবং তারপর স্ক্যান মেশিনে চিৎ অবস্থায় শুয়ে থাকবেন।
স্ক্যান সম্পন্ন হতে ১৫ থেকে ২৫ মিনিট পর্যন্ত লাগতে পারে। একাধিক দফায় আপনাকে স্ক্যান করা হতে পারে, এতে করে পুরো পরীক্ষা সম্পন্ন হতে চার-পাঁচ ঘন্টা অতিবাহিত হয়ে যেতে পারে।
সুতরাং আপনার ধৈয্যশীল উপস্থিতি ও সহযোগীতামূলক মনোভার একান্ত কাম্য।
পরীক্ষার দিন রোগীর সাথে কোন গর্ভবর্তী মহিলা বা শিশু আসতে পারবে না এবং রোগী এধরনের ব্যাক্তি থেকে পরবর্তী আট থেকে বারো ঘণ্টা দূরত্ব বজায় রাখবেন। এ সময় প্রস্রাব করলে অতিরিক্ত পানি দিয়ে ফ্ল্যাশ করতে হবে।
সাধারণ প্রশ্ন-উত্তর (PET Scan Preparation)
প্রশ্ন: PET-CT Scan করতে কত টাকা লাগে? |
উত্তর: বাংলাদেশে পেট-সিটি স্ক্যান টেস্ট করতে ২৫,০০০ হাজার টাকা থেকে ৬০,০০০ হাজার টাকা খরচ হয়। |
প্রশ্ন: বাংলাদেশে কম খরচে পেট স্ক্যান করা যায় কোথায়? |
উত্তর: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ( বিএসএমএমইউ ), ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল |
প্রশ্ন: পেট-সিটি স্ক্যান করতে কত সময় লাগে? |
উত্তর: স্ক্যান সম্পন্ন হতে ১৫ থেকে ২৫ মিনিট পর্যন্ত লাগতে পারে। |
প্রশ্ন: রিপোর্ট পেতে কত সময় লাগে? |
উত্তর: সাধারণত ৪৮-৭২ ঘন্টার মধ্যে দেয়া হয়। তবে সেন্টার ভেদে সময় কম বা বেশী লাগতে পারে। |
PET CT Scan Test Price in Bangladesh |